ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আজ মাঠে নামছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

IMG
05 January 2024, 12:07 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য শুক্রবার মাঠে নামছেন ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবেন।

এ বিষয়ে আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার বলেছেন, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫৩ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা। এই দণ্ডগুলো একটু বেশি, ৩ থেকে ৭ বছর আছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন