ঢাকা      মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

বিদেশি পর্যবেক্ষকরা যেকোনো ভোটকেন্দ্রে যেতে পারবেন না

IMG
06 January 2024, 12:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সড়ক পথে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে দুই ঘণ্টার দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত বিদেশি পর্যবেক্ষকরা। ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জায়গাগুলোতে তারা যেতে পারবেন। কারণ, সব জায়গায় তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার কাজটি কঠিন হবে। আবার তারা নিজ দায়িত্বে গিয়ে সন্ত্রাসী কর্তৃক কোন বিপদের সম্মুখীন হোন এটাও কাম্য নয়।

এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশি পর্যবেক্ষকরা যে কোন ভোটকেন্দ্রে যেতে পারবেন না।
এমন ভাবনার কথা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ সাংবাদিক ইসির নিবন্ধন পেয়েছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এ পর্যন্ত ৬০ বিদেশি অবজারভার এক্সপার্টস বাংলাদেশে এসে পৌঁছেছেন। মোট ১২৭ জনের আসার কথা রয়েছে। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক এক্রিডিটেশন পেয়েছেন।

বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের জন্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে এমন প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিলেও তাদের আবাসন, যাতায়াত, নিরাপত্তার বিষয়টি সরকার দেখভাল করছে বলে জানান পররাষ্ট্র সচিব।
জানা গেছে, চার সদস্যের বিদেশি পর্যবেক্ষক দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ব্রিটিশ হাইকমিশন ১০ জন, কমনওয়েলথ সদর দফতর ১৭ জন, আইআরআই এনডিআই ১২ জন, জাপান দূতাবাস ১৬ জন ও রাশিয়া দূতাবাস একজনসহ পর্যবেক্ষক পাঠিয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন