ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

জিততে পারলেন না মাহিয়া মাহি

IMG
07 January 2024, 11:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। আর চলচ্চিত্র তারকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট।

রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ গোদাগাড়ী তানোর আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশ সাড়া ফেলেন তিনি। তবে সে তুলনায় ভোটের ফলাফলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।

ফলাফল ঘোষণা শেষে জানা যায়, মাহি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট।

মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল মেনে নিয়ে সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজর ৬৫৩ জন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন