ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিক্রির চাপে সূচকের পতন

IMG
25 January 2024, 8:08 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দ্বিতীয় ধাপে ২৩ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে নেয়ায় দুই কার্যদিবস মূল্যসূচক বাড়ার পর গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। দিনের লেনদেনে শেয়ারে বিক্রির চাপ থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সব কয়টি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।

প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার বিকালে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাসে ৩৫ প্রতিষ্ঠান বাদে সবগুলো থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়। দ্বিতীয় ধাপে গত সোমবার বিকালে আরও ২৩ প্রতিষ্ঠানের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়।

পরের কার্যদিবস মঙ্গলবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বাড়ে মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেন বেড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ হয়। এ পরিস্থিতিতে বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই সূচক নেতিবাচক হয়ে পড়ে।

দিনের লেনদেন শেষে সব কয়টি মূল্যসূচকের বড় পতন হওয়ার পাশাপশি দাম কমার তালিকায় নাম লেখায় বেশিরভাগ প্রতিষ্ঠান। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩০৫টির। আর ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের দর পতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৬ হাজার ২২৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৯ পয়েন্টে অবস্থান করে।

সব কয়টি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। তবে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ৭৩ লাখ টাকা।

এ লেনদেন বাড়াতে সব থেকে বড় ভূমিকা রেখেছে সোনালী পেপারের শেয়ার। দিনভর কোম্পানিটির ৬৬ কোটি ৩৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম, আইএফআইসি ব্যাংক, এক্মি পেস্টিসাইড, ইস্টার্ন হাউজিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, দেশবন্ধু পলিমার এবং ফরচুন শুজ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমে ২০৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯ কোটি ৭০ লাখ টাকা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন