ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

করোনার নতুন উপধরনে বিপদের লক্ষণ কয়টি?

IMG
27 January 2024, 12:23 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশে শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হানা দিয়েছে করোনার নতুন উপধরনও। যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) সতর্ক করে বলছে, এবারের শীতজুড়ে জেএন.১-এর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়বে। শীতের সর্দি কাশি থেকে করোনার এই নতুন ধরনের লক্ষণ চিনে নিতে আসুন জেনে নিই করোনার নতুন উপধরন জেএন.১ আক্রান্তের লক্ষণগুলো।

জেএন.১ নামে করোনার এই নতুন উপধরনে আক্রান্ত হলে শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া সাধারণ সর্দি-কাশির লক্ষণের সঙ্গে বেশ কিছু উপসর্গ স্পষ্ট হয়ে ওঠে রোগীর মধ্যে।

এগুলো হলো-

১। মাথা ব্যথা

২। গলা ব্যথা

৩। খাবারের স্বাদ বুঝতে না পারা

৪। গন্ধ বা ঘ্রাণ শক্তি হারানো

৫। ক্লান্তি

এসব উপসর্গের পাশাপাশি যদি আরও ৪টি লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, তবে রোগীর ক্ষেত্রে তা বিপদের লক্ষণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় রোগীকে দ্রুত ডাক্তার দেখানোর প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপদজনক ৪টি লক্ষণ হলো-

৬। শ্বাসকষ্ট

৭। বুক ব্যথা

৮। ডায়রিয়া

৯। বিভ্রান্ত বোধ করা ইত্যাদি।

বিশেষজ্ঞরা বলছেন, স্পাইকের মিউটেশন বা চরিত্র পরিবর্তনের মাধ্যমে অমিক্রনের নতুন একটি উপধরন হলো জেএন.১। গবেষকরা বলছেন, করোনার নানা ভেরিয়েন্ট বা ধরনের মধ্যে এই উপধরনটি দ্রুত একজন থেকে অন্যজনে সংক্রমণ করতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা টিকা নতুন এই উপধরনে কার্যকরী কি না তা জানতে সময়ের প্রয়োজন। কিন্তু কোভিডের সর্বশেষ প্রতিষেধক সংক্রমণের হাত থেকে বাঁচাতে কার্যকরী।

পাশাপাশি করোনার এ নতুন উপধরন থেকে বাঁচতে নিজেদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভেষজ খাবার গ্রহণের পরিমাণ বাড়ানো ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করছেন চিকিৎসকরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন