ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

শীতকালীন ডায়রিয়ায় দুই মাসে আক্রান্ত ছাড়িয়েছে দুই লাখ

IMG
01 February 2024, 11:50 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া। শীতকালীন ডায়রিয়ায় গত দুই মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ। এ সময়ের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। এদের দুজন শিশু। দেশের সবপ্রান্তের হাসপাতালগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে ডায়রিয়া রোগীর। তবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে। এই শীতকালীন ডায়রিয়া থেকে সুরক্ষা পেতে শীতে আবহাওয়া শুষ্ক থাকায় ভাইরাসের ছড়াছড়ি থাকায় নিতান্ত প্রয়োজন না হলে বাইরে যাওয়াসহ পিঠা বা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো যেকোনো খাবার বা পানীয় গ্রহণের লোভ সংবরণ করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য বলছে, গত ১৫ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ১৪ হাজার ৩০২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৮৪২ জন, চট্টগ্রামে ৪৫ হাজার ৫৫২ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৪৩ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৭৪৯ জন, খুলনা বিভাগে ২৬ হাজার ৫৪৬ জন, বরিশাল বিভাগে ৭৩ হাজার ৯২৬ জন এবং সিলেট বিভাগে ৭ হাজার ৭৪১ জন।

শীতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার কারণগুলো জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। তিনি ঢাকা টাইমসকে বলেন, “শীতকালে আবহাওয়ার যে পরিবর্তনগুলো ঘটে তারমধ্যে একটি হচ্ছে তাপমাত্রা কমে গিয়ে বাতাসের আর্দ্রতা কমে যায় এবং বায়ুদূষণ বেড়ে যায়। আবহাওয়ার এই পরিবর্তন পরিবেশকে প্রভাবিত করে। এই সময় রোটা ভাইরাস বেশ সক্রিয় হয়ে পড়ে। এই ভাইরাসটি মূলত শীতকালীন ডায়রিয়ার জন্য দায়ী। সুপেয় পানির অভাবেও ডায়রিয়ায় আক্রান্ত হওয়া বেড়ে যায়। এছাড়া বায়ুদূষণ বেড়ে যাওয়ায় পথের খোলা খাবার খাওয়ার ফলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়। এসব নানা কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। মৃত ৪ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই ২ জন। একজন খাগড়াছড়ির এবং অন্যজন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া রাজশাহীর নঁওগায় ১ জন ও সিলেটের মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যে ৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৮ এবং ১০ বছর বয়সী দুজন মেয়ে শিশু রয়েছে। বাকিরা ১৭ বছর বয়সী এক কিশোরী এবং ৫৫ বছর বয়সী একজন নারী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন