ঢাকা      মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠাতে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

IMG
05 February 2024, 4:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৯৫ জন বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফেরত পাঠাতে দেশ‌টি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের রাখাইন প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত ব্যাপক রূপ নিয়েছে। এ সংঘাতের রেশ এসে পড়েছে বাংলাদেশেও। আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অন্তত ৯৫ সদস্য।”

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদের সীমান্ত রক্ষিত আছে। তারা যেহেতু পালিয়ে এসেছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। সীমান্ত যথেষ্ট সুরক্ষিত।”

মিয়ানমারের সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে’ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, “আজ সকালে তাদের ডেপুটি ফরেন মিনিস্টার ও আমাদের রাষ্ট্রদূতের কথা হয়েছে। তারা তাদের বর্ডার গার্ডের যারা আছে তাদের ফিরিয়ে নিয়ে যাবে। কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে আমরা আলোচনা করছি। তাদেরকে কি ‘বাই এয়ার’ ফিরিয়ে নেওয়া হবে না ‘বাই বোট’ নেয়া হবে- এটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।”

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, “আপনারা জানেন, এর আগে তারা ভারতেও ঢুকে পড়েছিল। ভারত থেকে তাদের ‘বাই এয়ার’ পাঠিয়ে দেওয়া হয়েছে।”

ফিরিয়ে নেওয়ার বিষযয়ে কে যোগাযোগ করেছে এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “তারাও যোগাযোগ করেছে আমরাও যোগাযোগ করেছি। এটা নিয়ে আমরা কাজ করছি। আরও আসছে বা আসার সম্ভাবনা আছে। আমাদের কাছে রেজিস্টার্ড এখন পর্যন্ত ৯৫ জন। কয়েকজন আহত আছে তারা হাসপাতালে চিকিৎসাধীন।”

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন