ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

শাহীন চৌধুরীর ১৭তম প্রকশনা ‘সময় দুঃসময়’ এখন বই মেলায়

IMG
07 February 2024, 6:25 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক শাহীন চৌধুরীর ১৭তম প্রকাশনা কবিতার বই ‘সময় দুঃসময়’ এখন বই মেলার ছায়াবিথী প্রকাশনীর ৩, ৪, ৫ এবং ৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। নব্বই দশকের রোমান্টিক কবি শাহীন চৌধুরীর আলোচিত কবিতার বই ‘সময় দুঃসময়’-এ প্রেম ভালোবাসার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা, সমাজ জীবনের হতাশা, প্রকৃতি, রোহিঙ্গা নির্যাতন, গাজায় নারী শিশু হত্যা, ইউক্রেনে মানবতা লঙ্ঘনসহ নানা বিষয়ের কবিতা স্থান পেয়েছে। অক্ষরবৃত্ত মুক্ত ছন্দে রচিত কবিতাগুলোতে কবি প্রচলিত সহজ সরল শব্দ ব্যবহার করেছেন যা সহজেই পাঠকদের আকৃষ্ঠ করবে।

শাহীন চৌধুরীর একাধিক কাব্যগ্রন্থ, উপন্যাস, ভ্রমণ কাহিনীসহ বহু প্রকাশনা রয়েছে। ইতিমধ্যে তার কবিতার বই সুনন্দা, উপন্যাস প্রবাসিনী, তৃতীয় নারী, নিরুদ্দেশ, ভ্রমণ কাহিনী গ্রেটওয়াল থেকে নায়াগ্রা, সিউল থেকে লং আইল্যান্ড, জাফলং থেকে সুন্দরবন, রাজনৈতিক গ্রন্থ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, প্রবাস রিপোর্টিং বিষয়ক বই জাতিসংঘ ও লাইভ ওবামা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তরফদার প্রকাশনী তার ১২টি এবং ছায়াবিথী প্রকাশনী ৫টি বই প্রকাশ করেছে।

'সময় দুঃসময়’ বইটির প্রচ্ছদ এঁকেছেন কামাল হোসেন। সুন্দর সাদা কাগজে ছাপানো বইটির দাম ২৫০ টাকা। বই মেলা থেকে ক্রয় করলে পাঠকরা ৩০% মূল্য ছাড় পাবেন। বই মেলা ছাড়াও অনলাইনে রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন