ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গুজরাটে সিগনেচার ব্রিজ উদ্বোধন নরেন্দ্র মোদির

IMG
26 February 2024, 7:04 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতেরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার (২৫ ফেব্রুয়ারি) কচ্ছ উপসাগরে দেশটির দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতু উদ্বোধন করেছেন। সিগনেচার ব্রিজ নামেও পরিচিত এই সেতু দেবভূমি দ্বারকার ওখা উপকূলে বেট দ্বারকা দ্বীপের সঙ্গে তিন কিলোমিটার দূরে মূল ভূখণ্ড গুজরাটকে যুক্ত করেছে। সেতুর মোট দৈর্ঘ্য ৪ হাজার ৭৭২ মিটার। যার মধ্যে একটি ৯০০ মিটার লম্বা কেবল-স্টেড সেকশন আছে। ৯৭৮ কোটি টাকায় তৈরি চার লেনের এই সেতু বিজেপি সরকারের অর্থে তৈরি হয়েছে।

এই সেতুটির মোট দৈর্ঘ্য ৪ হাজার ৭৭২ মিটার (৪.৭৭ কিমি)। এটি গুজরাটের দীর্ঘতম তারের সেতু। ভাবনগরে একটি কেবল-স্টেয়েড ব্রিজ আছে। কিন্তু, এতো দীর্ঘ নয়। ভারুচের নর্মদা সেতুটি ১.৩ কিলোমিটার দীর্ঘ। দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের গির সোমনাথের উনা উপকূলে অবস্থিত, বেট দ্বারকা হল গুজরাট উপকূলের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।

দিউ-এর ভৌগলিক এলাকা প্রায় ৪০ বর্গ কিলোমিটার। বেট দ্বারকা ৩৬ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। বেট দ্বারকা দ্বীপ ওখা পুরসভার অংশ। এর জনসংখ্যা প্রায় ১০ হাজাটলর। বর্তমানে বেট দ্বারকা এবং মূল গুজরাট ভূখণ্ডের মধ্যে পরিবহণের একমাত্র মাধ্যম হলো দ্বারকা থেকে ওখা- মূল ভূখণ্ডের নিকটতম বিন্দু পর্যন্ত ফেরি পরিষেবা। সেই হিসেবে, সিগনেচার ব্রিজটি দ্বীপের সঙ্গে সবরকম আবহাওয়াতেই স্থলপথে সংযোগ বজায় রাখতে সাহায্য করবে।

একটি প্রধান তীর্থস্থান এবং ধর্মীয় পর্যটন স্থান হলো- শ্রী দ্বারকাধীশ মন্দির। যা, ভগবান কৃষ্ণের একটি মন্দির। এই মন্দির বেট দ্বারকায় অবস্থিত। দ্বীপটিতে আরও কয়েক ডজন হিন্দু মন্দির, একটি গুরুদ্বার এবং কিছু মসজিদ আছে। হাজার হাজার তীর্থযাত্রী, যাঁদের বেশিরভাগই হিন্দু, ভগবান কৃষ্ণ মন্দির দর্শনের জন্য বেট দ্বারকায় যান। কৃষি কাজের পাশাপাশি, পর্যটন এবং মাছ ধরা এই দ্বীপে জীবিকা নির্বাহের প্রধান উৎস।

২৭ মিটার চওড়া ক্যারেজওয়ে ছাড়াও সেতুটির দুই পাশে হাঁটার পথ আছে। যার স্তম্ভগুলো গীতার শ্লোক এবং কৃষ্ণের ছবি দিয়ে সাজানো। সোলার প্যানেলগুলো এই হাঁটাপথের ছাদ তৈরি করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন