ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পঙ্কজ উদাস আর নেই

IMG
26 February 2024, 6:50 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই। গজলের মতো গানকে রুপালি পর্দায় নিয়ে আসার গুরুদায়িত্ব পালন করেছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম পঙ্কজ উদাস। তাঁর গাওয়া অসংখ্য গজল হিন্দি সিনেমার নায়কদের মুখে বসিয়ে জনপ্রিয়তা পেয়েছে। সেই বিখ্যাত গায়ক চিরতলে চলে গেলেন সোমবার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

হিন্দি ছবিতে পঙ্কজ উদাসের গান বললে প্রথমেই মনে পড়ে, ১৯৯৩ সালে ‘ইয়াদ’ ছবিতে গাওয়া তাঁর ‘চিঠ্ঠি আয়ি হ্যায়’ গানটি। কিন্তু সোমবার থেকে সেই চিঠি প্রেরক আর রইলেন না। জীবনের ইতি ঘটলো পঙ্কজ উদাসের। বলিউডে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি সুপারহিট গজল রয়েছে।

তালিকায় রয়েছে ‘আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়’, ‘মাত কর ইতনা গুরুর’, ‘না কজরে কি ধার’, ‘চান্দি জয়সা রং হ্যায় তেরা’, ‘জিয়ে তো জিয়ে ক্যায়সে’, ‘আহিস্তা’-র মতো অসংখ্য গান।

তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। শিল্পীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পঙ্কজ কন্যা নয়াব উদাস। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। পদ্মশ্রী পঙ্কজ উদাস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালে আমাদের সবাইকে ছেড়ে তিনি পরলোক গমন করেছেন।’

হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তাঁর অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। গজলের দুনিয়ায় সম্রাট বলা হয় জগজিৎ সিংকে, তাঁরই সঙ্গে গজল কিং শিরোপা পেয়েছেন পঙ্কজ উদাস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন