ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল

IMG
01 March 2024, 5:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মার্চের শুরু থেকেই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানোর কথা থাকলেও এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। লিটারপ্রতি ১০ টাকা কমে ১৬৩ টাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রি হওয়ার কথার থাকলেও সেই নির্দেশনা মানা হচ্ছে না। এমনকি খোলা তেলেরও দাম কমেনি। খোলা তেল ১৪৯ টাকায় বিক্রির কথা থাকলেও সেখানেও নেই দাম কমার প্রভাব।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে সব ব্যবসায়ীই আগের দামেই তেল বিক্রি করছেন। মার্চের শুরুতে লিটারে তেলের দাম কমার নির্দেশনা যেন সরকারি দপ্তরের কাগজে-কলমেই রয়ে গেছে। আগের দামেই বাজারে তেল বিক্রি হচ্ছে। এতে একদিকে যেমন ভোক্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে সরকারি নির্দেশনাকেও।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন