ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

শেষ হলো বিমানবাহিনীর বার্ষিক মহড়া (ভিডিও)

IMG
06 March 2024, 8:57 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া শেষ হয়েছে। বুধবার ‘এয়ার কমান্ড অপারেশন সেন্টার’-এর তত্ত্বাবধায়নে এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে মহড়ার কার্যক্রম পরিদর্শন করেন।

এই মহড়ায় বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল যথা ফাইটার বিমানের মাধ্যমে এয়ার অ্যাটাক, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রশদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন।

বার্ষিক মহড়ায় বিমানবাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও র‌্যাডার স্কোয়াড্রন, মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিটসহ সকল যুদ্ধাস্ত্র ও সদস্য অংশগ্রহণ করেন। মহড়াটি বিমানবাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট ছাড়াও সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, বরিশাল, রসুলপুর, সুধারামসহ সারা বাংলাদেশে গত ০৩ মার্চ হতে পরিচালিত হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন