ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কেজিতে ৩০ টাকা বেড়ে টিসিবির চিনি ১০০ টাকা

IMG
07 March 2024, 1:21 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চিনির দাম প্রতি কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে। বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম বাড়ানোর ফলে টিসিবি'র কার্ডধারী এক কোটি পরিবারকে প্রতি কেজি চিনি এখন থেকে ৭০ টাকার বদলে ১০০ টাকা দিয়ে কিনতে হবে। রমজান উপলক্ষে টিসিবি আজ বৃহস্পতিবার থেকে কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে তেল, মসুর ডাল, চিনি, খেজুর ও চাল বিক্রির ঘোষণা দিয়েছে।

ডলারের বাড়তি দাম, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহ কমে যাওয়ায় দেশে চিনির দাম বর্তমানে চড়া। খুচরা পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'বেশি দামে কেনার কারণে চিনির ভর্তুকি কমাতে হয়েছে, তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।' গত ডিসেম্বরে এক কোটি পরিবারের কাছে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করেছিল টিসিবি।

টিসিবি জানায়, রমজান উপলক্ষে প্রতি পরিবারের কাছে ১০০ টাকা লিটারে দুই লিটার তেল, প্রতি কেজি ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ১০০ টাকায়, ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল এবং এক কেজি খেজুর ১৫০ টাকায় বিক্রি করা হবে। সারাদেশের কার্ডধারীরা নির্বাচিত ডিলারদের কাছ থেকে ভর্তুকি মূল্যে এসব পণ্য কিনতে পারবেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন