ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পূর্বগাঁও ইকোনমিক জোনের চূড়ান্ত লাইসেন্স পেলো সিটি গ্রুপ

IMG
07 March 2024, 1:31 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সিটি গ্রুপের আওতাধীন পূর্বগাঁও ইকোনমিক জোনকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। মঙ্গলবার (৫ মার্চ) বেজার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ লাইসেন্স দেয়া হয়। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের প্রায় ৯৩ একর জমির ওপর পূর্বগাঁও ইকোনমিক জোন গড়ে তোলা হবে।

বেজা এরই মধ্যে ২২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দিয়েছে এবং তাদের মধ্যে ১২টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্ত লাইসেন্স পেয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চলে এরই মধ্যে প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং কর্মসংস্থান হয়েছে প্রায় ৪৫ হাজার লোকের।

সিটি গ্রুপ সূত্রে জানা যায়, পূর্বগাঁও ইকোনমিক জোনে স্টিল মিলস, কেমিক্যালস্‌ এবং সিরামিক খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে টেকসই ও পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোক্তারা পরিকল্পনা করেছেন। ঢাকা-সিলেট মহাসড়কের অদূরে প্রাথমিকভাবে প্রায় ৯৩ একর জমিতে এই অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, যা ভবিষ্যতে ১৫০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ অর্থনৈতিক অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর তীরে ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় নৌপথ এবং সড়কপথে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটির অবস্থান রাজধানী থেকে ২৫ কিলোমিটার ও চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে।

সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান বলেন, সিটি গ্রুপ এর আগে অত্যন্ত সফলতার সঙ্গে সিটি ইকোনমিক জোন ও হোসেন্দী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে এবং সেই সঙ্গে প্রায় ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তিনি বলেন, সেই একই ধারায় পূর্বগাঁও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে, যার মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় ১১ হাজার লোকের। চূড়ান্ত লাইসেন্স পাওয়ায় শিল্প নির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, ঢাকার কাছাকাছি স্থানে হওয়ায় পূর্বগাঁও ইকোনমিক জোন দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছে ব্যাপক সাড়া পাবে। পূর্বগাঁও ইকোনমিক জোনের উদ্যোক্তারা পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে তাদের ভূমিকা সমুন্নত রাখবেন। নিজ খাতে স্বনামধন্য এবং দেশে ও আন্তর্জাতিক বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করার সুবাদে সিটি গ্রুপের রয়েছে একটি মজবুত মার্কেট বেস।

তিনি বলেন, বেজার সঙ্গে এসব বিনিয়োগকারীর যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইউনিট ইনভেষ্টরদের গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ধরণের ইউটিলিটি সুবিধা দেয়ার জন্য সরকারি বিভিন্ন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বেজা বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সিটি গ্রুপের আওতাধীন সিটি ইকোনমিক জোন লিমিটেড স্থাপন করা হয়, যা ২০১৮ সালের ২৩ জানুয়ারি লাইসেন্সপ্রাপ্ত হয়। লাইসেন্স প্রাপ্তির পর থেকে এই অর্থনৈতিক অঞ্চলে ৮টি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। এসব শিল্পের মধ্যে রয়েছে শস্যজাত পণ্য, ভোজ্য তেল, অপরিশোধিত তেল, ওভেন ব্যাগ, পোল্ট্রি ফিড, খাদ্যপণ্য, দুগ্ধজাত পণ্য ইত্যাদি।

সিটি ইকোনমিক জোনে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করার পর বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। বর্তমানে সিটি ইকোনমিক জোনের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় সিটি ইকোনমিক জোন সম্প্রসারণ করার লক্ষ্যে এই জোনে আরও ৫৬.৪৮৩১ একর জমি অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলে এ যাবৎ প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন