ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

IMG
07 March 2024, 1:58 AM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি ডিএসইর সব সূচক বেড়েছে। তবে গতকাল ডিএসইর লেনদেন কমেছে। এর আগের কার্যদিবসে সূচকের পতন হলেও ডিএসইতে লেনদেনে উত্থান দেখা গিয়েছিল। অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত রোববার প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ছয় হাজার ১৬৬ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে দুই হাজার ১০৬ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৪৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১১৩ কোটি ৪৩ লাখ টাকা কমেছে। এদিন ২০ কোটি ১১ লাখ ০৫ হাজার ৪১১টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৬৫টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফরচুন শুজ লিমিটেডের ৩১ কোটি ৩১ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ২৭ কোটি ৪৪ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৭ কোটি ৩৪ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৩ কোটি ৪৭ লাখ, অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৫ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৫ কোটি ৮৬ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৪ কোটি ৬৯ লাখ, মুন্নু ফেব্রিকস লিমিটেডের ১৪ কোটি ৪ লাখ এবং গ্রামীণফোন লিমিটেডের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর বেড়ে টপ টেন গেইনারের শীর্ষে উঠে আসে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৬০ শতাংশ, শাশা ডেনিমস লিমিটেডের ৬ দশমিক ৫৫ শতাংশ, গোল্ডেনসন লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ, সায়হাম কটন মিলস লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৯০ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪ দশমিক ৮৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৬৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫১ শতাংশ এবং এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

অন্যদিকে, সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩০ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১০ হাজার ৫৮৯ দশমিক ২৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১৭ হাজার ৬৪৫ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১০টির এবং কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর। সিএসইতে গতকাল মোট ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৯ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৭ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ১ লাখ ২০ হাজার, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২ কোটি ৩০ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকে বাংলাদেশ কোম্পানি লিমিটেডের এক কোটি ৮০ হাজার, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ৫১ লাখ ১০ হাজার, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬ লাখ ২০ হাজার, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪৩ লাখ ৭০ হাজার, ফরচুন শুজ লিমিটেডের ২৮ লাখ ৪০ হাজার, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের ২৩ লাখ ১০ হাজার এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন