ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নাটোরে আরেকটি শিল্প পার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল (ভিডিও)

IMG
07 March 2024, 8:31 AM

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: গ্যাস সরবরাহ পেলে নাটোরে আরও একটি শিল্প পার্ক স্থাপন করবে প্রাণ-আরএফএল গ্রুপ। তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর আলোচনা হয়েছে। যদি গ্যাস সরবরাহ পাওয়া যায়, তাহলে প্রাণ সহ আরো অনেক প্রতিষ্ঠান নাটোরে তাদের কার্যক্রম শুরু করতে আগ্রহী হবে। এর ফলে নতুন করে নাটোরের অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং জেলার আর্থসামাজিক আবস্থার উন্নয়ন ঘটবে। বর্তমানে নাটোরে প্রাণের প্রায় ১৩ হাজার চুক্তিভিত্তিক কৃষক রয়েছে। এর সাথে আরও ৫ হাজার চুক্তিভিত্তিক চাষী যুক্ত হবে।

বুধবার (০৬ মার্চ) দুপুরে নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেড কারখানার দুই যুগ পূর্তি উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন। নাটোর প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক হযরত আলী, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামান এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে প্রাণ এগ্রো লিমিডেটের বিভিন্ন কর্মকান্ডের ডকুমেন্টারী তুলে ধরাসহ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন