ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দেয়ার নির্দেশ

IMG
07 March 2024, 9:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবিকৃত অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ মার্চ) সরকারি ওই প্রতিষ্ঠানের দাবির বিপরীতে গ্রামীণ কল্যাণের করা ৭টি আয়কর রেফারেন্স আবেদন খারিজ করে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে আইনজীবী সরদার জিন্নাত আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারি অ্যাটর্নি জেনারেল তাহমিনা আক্তার পলি শুনানি করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবি কৃত ৫৫৫ কোটি টাকার মধ্যে ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এই রায়ের ফলে এখন গ্রামীণ কল্যাণকে অবশিষ্ট ১১৯ কোটি টাকা আয়কর প্রদান করতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন