ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নতুন পাটজাত পণ্য উদ্ভাবনের পাশাপাশি নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

IMG
14 March 2024, 1:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটজাত শিল্প বিকাশের নতুন সুযোগকে কাজে লাগানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাটজাত পণ্য নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে। নতুন পাটজাত পণ্য উদ্ভাবনের পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করতে হবে। একই সঙ্গে পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সোনালী আঁশ বাংলাদেশের জন্য সোনালী দিনের হাতছানি দিচ্ছে। পাট কৃষি পণ্য হিসেবে সুবিধা পায় না। আবার রফতানি পণ্যের বিশেষ সুবিধা পাচ্ছে না। তাই পাটকে এবার কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে সুবিধা দেয়ার ব্যবস্থা করছে সরকার। ১৯ পণ্য রপ্তানিতে পাটের মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, পাট শিল্পকে উন্নয়নের জন্য গবেষণা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে পাট থেকে নিত্য নতুন পণ্য উৎপাদন করতে হবে। আর পাট পণ্য রপ্তানিতে নতুন বাজারও খুঁজে বের করতে হবে। পাট পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা পাটকল ইজারা নিয়েছেন, তারা যত্নবান হবেন এবং যথাযথভাবে পরিচালনা করবেন। যাদের পাটকল ইজারা দেওয়া হলো, তাদের নজরদারিতে রাখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন ঘোষণা এবং বিজেএমসির ইজারা নেয়া ছয়টি মিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শনী ও মেলা চলবে ১৪ থেকে ১৬ মার্চ।

পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখা এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন