ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

IMG
15 March 2024, 2:18 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মাঠের লড়াই। টাইগারদের নাকের ডগা থেকে সফরকারীরা টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

সিরিজ বাঁচানোর মিশনে টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ মহেশ থিকশানার বদলে তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগেকে একাদশে এনেছে লঙ্কানরা। বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। গত ম্যাচের ১১ জন নিয়েই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন