ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

কুমিল্লায় দু'গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

IMG
15 March 2024, 9:42 PM

শাকিল মোল্লা, কুমিল্লা: কুমিল্লার শাসনগাছা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়। আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুর আড়াইটায় শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম গং এবং মোল্লা বাড়ির রাব্বি ও অর্নবদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়ার ছেলে। অর্ণব শাসনগাছা বাস টার্মিনালের সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিকের (২৮) ডান পায়ে গুলি লেগেছে। এছাড়াও আহত কেয়ামত উল্লাহ'র (৩৫) কোমড়ে গুলি লাগে। নুরুল আফসার মোহনের (২২) পিঠে এবং নাজমুল হাসানের (২৬) হাতের নীচে গুলি লেগেছে।

স্থানীয় সূত্র জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মরত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকায় ছাত্রলীগ কর্মী রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্নবকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন