ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় ওয়ান সুটার গান ও গুলিসহ গ্রেফতার ৩

IMG
15 March 2024, 9:49 PM

এসআই মিলন, গাইবান্ধা: গাইবান্ধায় দেশীয় তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকার পাড়া এলাকার মৃত নুরনবীর পুত্র আসাদুজ্জামান হিরু (৫৫), একই এলাকার মৃত কছিম উদ্দিনের পুত্র খোকা মিয়া (৬০) ও দারিয়াপুর এলাকার মৃত আসমত ব্যাপারীর পুত্র মোজাম্মেল হক (৫২)।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন। এর আগে, বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া সরকার পাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উত্তর ঘাগোয়া সরকার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে একটি দেশীয় তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান সুটার গান ও ২ রাউন্ড গুলিসহ আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করা হয়। পরে হিরুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত মোজাম্মেল হক ও খোকা মিয়াকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান সরকার এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন