ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল

IMG
16 March 2024, 5:12 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বেজে গেল লোকসভা নির্বাচনের দামামা। আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ভোট চলবে সাত দফায়। শেষ দফা ১ জুন। গণনা ৪ জুন। দ্বিতীয় থেকে ষষ্ঠ দফা হবে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে এবং ২৫ মে।

পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশে হবে সাত দফায় নির্বাচন। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট গ্রহণ হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল নির্বাচন হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। ৭ মে ভোটগ্রহণ হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। ১৩ মে অর্থাৎ চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান–দুর্গাপুর, আসানসোলে।

এরপর ২০ মে ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে। ২৫ মে ভোটগ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে। ১ জুন নির্বাচন হবে দমদম, বারাসত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, জয়নগরে। আজ থেকেই জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন