ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু: তথ্য প্রতিমন্ত্রী

IMG
16 March 2024, 5:29 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে এ লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে প্রধান দাবি ছিল লেকগুলো পরিষ্কার করতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, মাত্র নয় মাসের ব্যবধানে আমি এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছি। নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার আমার কাছে তুলে ধরা হয়েছিল সেটি হলো লেকগুলো পরিস্কার করতে হবে। শুধু গুলশানের নয় এমনকি কালাচাঁদপুর যে লেক আছে, বারিধারার পেছন দিকে যে লেক আছে এছাড়াও অনেকগুলো লেক আছে যেগুলো পরিস্কার করা দরকার।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে যতগুলো লেক আছে সবগুলো পরিস্কার করতে হবে। আমি মনে করি পরিস্কার করতে হবে- এই চিন্তা করতে করতে নয় মাস পার হয়েছে। আমরা আর দেরি করতে চাই না। তিনি বলেন, আমার একটা প্রত্যাশা থাকবে শুধু লেকগুলো পরিস্কার হবে তাই নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিস্কার থাকে এবং মেইনটেন্স (পরিচর্যা) ঠিকমতন থাকে সেই ব্যাবস্থা আমরা সবাই মিলে করবো।

এসময় পরিস্কার কার্যক্রমে অংশ নেওয়া সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সহ বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন