ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গাজায় রমজানের রাতে ৮০ জনকে হত্যা

IMG
17 March 2024, 10:20 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পবিত্র রমজানের রাতে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবির এবং গাজা সিটিসহ গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৩১ হাজারে পৌঁছেছে।

গাজায় বেসামরিক বাড়িঘর ও ভবন লক্ষ্য করে হামলায় অনেকেই আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আল-জালা স্ট্রিটের একটি বাড়িতে বোমাবর্ষণ করে। অনেক বাসিন্দা ধ্বংসস্তূপে আটকে পড়ে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে একটি সাততলা ভবন গুড়িয়ে দেয় ইসরায়েল। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এই হামলায় সেখানে কয়েক ডজনের মৃত্যু হয়েছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

বেসামরিক প্রতিরক্ষা দলগুলো ভবনের ধ্বংসস্তূপ থেকে পাঁচজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে, উদ্ধার তৎপরতা চলছে। গাজা শহরের তুফাহ পাড়ায় একটি বাড়িতে হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছেন।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, নাসরের আশেপাশে, সেনাবাহিনী একটি বাড়িতে বোমা বর্ষণ করলে অনেকে নিহত হয়। সেনাবাহিনী নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন