ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মিরসরাইয়ে মোজা তৈরির কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি

IMG
19 March 2024, 8:53 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগে রফতানিমুখী মোজা তৈরির কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান ডংফ্যাং নিটিং কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ডংফ্যাং নিটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফ্যাং ঝ্যাংডং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, কারখানা স্থাপনের জন্য ২ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে ডংফ্যাং নিটিং কোম্পানি। এই কারখানায় বছরে ২১ কোটি ৬০ লাখ জোড়া মোজা তৈরি হবে। কর্মসংস্থান হবে ৫ হাজার ১৯২ জন বাংলাদেশি নাগরিকের।

কারখানা স্থাপনের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলকে নির্বাচন করায় ডংফ্যাং নিটিংকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। দ্রুততম সময়ে সেখানে কারখানা নির্মাণ ও বাণিজ্যিক উৎপাদন শুরুর তাগিদ দেন তিনি।

বেপজার সদস্য মোহাম্মদ ফারুক আলম ও মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক আ ন ম ফয়জুল হক ও মো. তানভীর হোসেন এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এতে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন