ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

হৃদরোগের আড়াই মাস পর শুটিংয়ে শ্রেয়াস!

IMG
20 March 2024, 4:25 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ২০২৩-এর ডিসেম্বর। "ওয়েলকাম টু দ্য জঙ্গল"-এর সেটে হৃদরোগে আক্রান্ত বলিউড তারকা শ্রেয়াস তলপাড়ে। হাসপাতাল তাঁকে ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করেছিল। তারপরও তিনি মৃত্যুকে হারিয়ে জীবনে ফিরেছেন। সেই শ্রেয়াস তাঁর ছেড়ে যাওয়া সেটে আড়াই মাস পরে ফিরলেন।

কেমন অভিজ্ঞতা? শুটিংয়ের ফাঁকে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছিল তাঁর কাছে। অভিনেতার দাবি, প্রথমে ভয়ে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। তিনি চুপ করে বসে থেকেছেন। স্বাভাবিক হওয়ার জন্য সময় নিয়েছেন। তারপর ক্যামেরার মুখোমুখি হয়েছেন। বাকিটা স্বপ্ন। এর জন্য তিনি অক্ষয় কুমার ও আহমেদ খানকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। খারাপ সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে সমর্থন জানানোর জন্য।

শ্রেয়াসের পরিবারে হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। সে কথা তিনি স্বীকার করে জানিয়েছেন, তাঁদের পরিবারে হৃদরোগে আক্রান্তের সংখ্যা কম নয়। অভিনেতার দাদা, বাবা, চাচা, ফুফু— সবাই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে তাঁকে নিয়ে বাকিরা ভীষণই ভয় পেয়ে গিয়েছিলেন।

তিনি আরও জানান, কোভিডে আক্রান্ত হওয়ার পরই চিকিৎসকরা খেয়াল করেন অভিনেতার রক্ত ঘন হতে আরম্ভ করেছে। এতেই বিপদ সংকেত লুকনো ছিল। পাশাপাশি, প্রচণ্ড পরিশ্রম তাঁর অসুস্থতাকে আরও বাড়িয়ে দেয়। তারপরও তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তাঁকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য।

পূর্ণ বিশ্রামের পর চিকিৎসকরা তাঁকে ধীরে ধীরে শুটিংয়ের অনুমতি দিয়েছেন। সঙ্গে হালকা শরীর চর্চা। এখনও বেশি পরিশ্রম, ভারী জিনিস তোলা, অ্যাকশন বারণ। পাশাপাশি শরীরকে ছন্দে ফেরাতে নিয়মিত ওয়ার্ক আউট, কার্ডিও, নির্দিষ্ট পরিমাণ হাঁটা, সাইকেল চালানো— ইত্যাদি আগের মতো ধীরে ধীরে শুরু করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। এতে হৃদযন্ত্র আগের মতো সচল হবে। নইলে শরীর ক্রমশ অলস হয়ে উঠবে। এবং যে কোন কাজ করার আগে দুশ্চিন্তা গ্রাস করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন