ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

বর্তমানে একটি দল ও গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে: আমির খসরু

IMG
21 March 2024, 7:10 AM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে একটি দল ও গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বৃদ্ধির পাশাপাশি বিদেশে টাকা পাচারও করে যাচ্ছে এই সিন্ডিকেট। যার কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। ফলে দ্রব্যমূল্যের দাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একমাত্র উপায় হচ্ছে জনগণের সমর্থন। এর বাইরে যেমনি কারও ক্ষমতায় যাওয়ার অধিকার নেই, তেমনি জোর করে ক্ষমতায় থাকারও কারও অধিকার নেই। বর্তমান সরকার জনসমর্থন ছাড়াই ক্ষমতায় এসেছে। জনগণ এই সরকার থেকে মুক্তি চায়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন