ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

রাতে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ

IMG
21 March 2024, 7:22 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আজ কুয়েতে বাংলাদেশ খেলতে নামবে সবদিক থেকে এগিয়ে থাকা শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে। ম্যাচ শুরুর আগের দিন সেই কথাই বলেছেন লাল-সবুজদের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বুধবার বাফুফের ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘সব মিলিয়ে ভালো হয়েছে। আমরা অনেকদিন একসাথে ছিলাম। কালকে অনেক বড় একটি ম্যাচ। গত ১৬-১৭ দিন আমরা অনেক অনুশীলন করেছি। ইতিবাচক অবস্থায় আছি আমরা। শেষের ফলাফল ইতিবাচক হওয়া উচিত মনে করি।’

তিনি বলেন, ‘আমরা জানি ফিলিস্তিন কেমন দল, এশিয়া কাপে ওরা অনেক ভালো খেলেছে। বেশ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলেছে। আমরা জানি তারা আমাদের গ্রুপের অন্যতম শক্তিশালী একটি দল। ম্যাচটি আমাদের বেশ গুরুত্বের সাথে নিতে হবে, তা না হলে আমরা বড় সমস্যায় পড়ে যাবো। ওরা বেশ শক্তিশালী, ওদের সেট পিস দেয়া যাবে না, ক্রসিং করতে দেয়া যাবে না, কারণ ৯৫ শতাংশ খেলোয়াড়ের উচ্চতা ছয় ফুটের উপরে। আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে, সেটাই হবে আমাদের প্রধান কাজ।’

দলের কোচ ক্যাবরেরা বলেছেন, ‘প্রস্তুতি বেশ ইতিবাচক হয়েছে, সৌদি আরবের পরিকল্পনা কাজে লাগাতে হবে। সময়ের ব্যাপার নিয়ে আমাদের কোনো অজুহাত নেই, যথেষ্ট সময় পেয়েছি। সবকিছু ভালো আছে, আছে আত্মবিশ্বাস এবং ম্যাচের ইতিবাচক ফলাফলের জন্য দল প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদি গত এশিয়া কাপ দেখে থাকেন, ফিলিস্তিন বেশ শক্তিশালী দল এবং দুর্দান্ত অবস্থায় আছে। তারা বেশ ভালো খেলেছিল এবং বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে ১-০ গোলে হেরেছিল। সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের সাথে বেশ ইতিবাচক ফলাফল এনেছিল তারা। আশা করছি, বেশ কঠিন পরীক্ষা হবে।’

কুয়েতে রাত সাড়ে ১২টায় ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ দ্বিতীয় লেগে বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। ২০১৩ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছিল দু'দল। সেবার বাংলাদেশ একমাত্র গোলে হারে। গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধ।

বাংলাদেশের মাটিতে ২০১৮ সালে বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে ২-০ গোলে জয় পায় ফিলিস্তিন। দুই বছর পর একই আসরে আবারও দুই গোলে হারে বাংলাদেশ। শেষবার বাংলাদেশ-ফিলিস্তিন লড়াই হয়েছিল ২০২১ সালের ৫ সেপ্টেম্বর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোরলাইন ২-০ ছিল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে চোখ রাখলে অবশ্য দু'দলের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায়। বাংলাদেশ ১৮৩তম স্থানে রয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে প্রতিপক্ষ ফিলিস্তিনের অবস্থান ৯৭তম। তাই রক্ষণাত্মক কৌশলে খেলার ছক কষে প্রতিপক্ষকে রুখে দেয়ার পরিকল্পনায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে সফল হয়ে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অভাবনীয় জয়ের বাসনাও রয়েছে!

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন