ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

দেশের কোনো মানুষ খাদ্য সংকটে নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

IMG
21 March 2024, 6:13 PM

টাঙ্গাইল, বাংলাদেশ গ্লোবাল: দেশের কোনো মানুষ খাদ্য সংকটে নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সরকার টিসিবি’র মাধ্যমে সারাদেশে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্প মুল্যে খাদ্য পণ্য বিক্রি করছে। এছাড়াও সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।

আজ দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য প্রতিমন্ত্রী দেলদুয়ার উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমুহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ) প্রকল্প-এর অর্থায়নে ৭০টি বিদ্যালয়ে ড্রামসেট এবং নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা চেষ্টা করছি বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর। কৃষি পণ্য যেন কৃষক সমবায়ের মাধ্যমে সরাসরি ঢাকায় বাজারজাত করতে পারে, সেই ব্যপারে আমরা পরিবহনের ব্যবস্থা করে নিবো। যাতে তারা সরাসরি অধিক দামে বিক্রি করতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সু-স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আমরা যে প্রকল্পগুলো হাতে নেবো তা যেন জনকল্যাণে হয়। আমাদের লক্ষ্য একটাই আমরা যে কাজগুলো করবো তা যেন জনস্বার্থে হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক, চাকুরীজিবীরা যেন যৌক্তিক মূল্যে পণ্য কিনতে পারে; সেজন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা করবো।

বাংলাদেশ গ্লোবাল/এমএন

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন