ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

খালেদের ঝোড়ো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

IMG
22 March 2024, 11:27 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাটিংয়ে নেমে খালেদ আহমেদের ঝোড়ো বোলিংয়ে ৪৭ রানেই চার উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

প্রথমবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দারুণ শুরু করেছেন আবারো বাংলাদেশের টেস্ট দলে ফেরা খালেদ আহমেদ। সিলেটের সবুজ পিচে নতুন বলে ভালো সুইংয়ের দেখা পাচ্ছে বাংলাদেশের পেসাররা। যার সুবাদে শুরুতেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি খালেদ আহমেদ। খালেদ আহমেদের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নিশান মাদুশকা। তার বিদায়ে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

১ রানে প্রথম উইকেট হারানোর পর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন দিমুথ করুনারত্নে। এই দুই ব্যাটার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। অবশেষে এই জুটিও ভাঙেন খালেদ। খালেদের বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২৬ বরে ১৬ রান করা কুশল মেন্ডিস। তার বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটি।

কুশল মেন্ডিসের পর খালেদের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান দিমুথ করুনারত্নে। খালেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৩৭ বলে ১৭ রান করা দিমুথ করুনারত্নে। তার বিদায়ে ৪১ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নের পর খালেদের বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার বিদায়ে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ এই ম্যাচে মাঠে নেমেছে তিন পেসার এবং দুই স্পিনারকে নিয়ে। অভিষেক হওয়া নাহিদ রানার সঙ্গে পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ। অন্যদিকে স্পিন আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব থাকবে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের দিকে। আর ওয়ানডে দল থেকে বাদ পড়লেও টেস্ট একাদশে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন লিটন দাস।

বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ:
দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন