ঢাকা      সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আইপিএলে ৪ উইকেটে নিলেন মুস্তাফিজ

IMG
22 March 2024, 10:30 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশের পেসার। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন 'কাটার মাস্টার'। প্রথম স্পেলের দুই ওভারে ৭ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ফিরতি স্পেলের ২ ওভারে ২২ রান দিয়েও উইকেট পাননি মুস্তাফিজ। টাইগার এই পেসারের দাপুটে বোলিংয়েও ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জিততে হলে মুস্তাফিজদের টার্গেট ১৭৪ রান।

আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার ফাফ ডু প্লেসি। রাচিন রবীন্দ্রের ক্যাচ বানিয়ে বেঙ্গালুরুর অধিনায়ককে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ৩৫ রান নেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

মুস্তাফিজকে ওভার করিয়ে বোলার পরিবর্তন করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরে ইনিংসের ১২তম ওভারে কাটার মাস্টারকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মুস্তাফিজ রান দিয়েছেন ৭টি।

এরপর ইনিংসের ১৭ ও ১৯ তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। এই দুই ওভারে উইকেট পাননি তিনি। শেষ পর্যন্ত চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট শিকার করেন মুস্তাফিজ। এর আগে একাধিকবার তিন উইকেট নেওয়ার রেকর্ড থাকলেও এবারই প্রথম চার উইকেট পেলেন মুস্তাফিজ। এতেই গড়েছেন নিজের ব্যক্তিগত সেরা আইপিএল বোলিংয়ের রেকর্ড।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন