ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঢাকায় আজও বৃষ্টি হতে পারে

IMG
24 March 2024, 10:22 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আজ রোববার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

হাফিজুর রহমান বলেন, ‘রাজধানীতে আজও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে। তবে ৪৮ ঘণ্টা পর সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।’

এদিকে, গত রাতে ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ছিল ৯২ কিলোমিটার। শনিবার দিবাগত রাত ২টার পর ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়।

আজ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব জেলায় বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। এই ১১ জেলার নদীবন্দরে জারি রয়েছে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। এছাড়া দেশের অন্যান্য এলাকার নদীবন্দরে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন