ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

উপজেলা ভোটে প্রার্থী মনোনয়ন কে দেবে, দলগুলোকে জানাতে বললো ইসি

IMG
24 March 2024, 5:16 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ আগামী ৮ মে। এ নির্বাচনে দলগুলোর প্রার্থী কে মনোনয়ন দেবে, তার নাম ও সইয়ের বিষয়ে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন সাংবিধানিক সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তফসিল ঘোষণার সাত দিনের মধ্য এ বিষয়ে জানাতে বলেছে ইসি। সে অনুযায়ী আগামী ২৮ মার্চের মধ্য ইসিকে এ বিষয়ে জানাতে হবে।

ইসি জানায়, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩)(গ)(ইইই) অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সইসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের পাঠাতে বলা হলো। একই সঙ্গে ওই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ১৫২ উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। এরপর প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহণ ৮ মে।


নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী তিন ধাপের ভোট ২৩ ও ২৯ মে এবং ৫ জুন। দেশে মোট উপজেলা ৪৯৫টি।

বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন