ঢাকা      রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ চায় বিএনপি

IMG
24 March 2024, 10:42 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে দুই রাষ্ট্রনীতি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজ রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফাভ, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন অংশ নেন। এছাড়া চীন, ভারত, পাকিস্তান, নরওয়ে, সুইডেন, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ইফতার অনুষ্ঠানে ছিলেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও ছিলেন এই অনুষ্ঠানে।

সিঙ্গাপুরে প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে গতকাল শনিবার ঢাকায় ফেরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন তিনি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পড়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ৭ জানুয়ারি একটি নির্বাচন করেছে, যে নির্বাচনে দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

এ ছাড়া নির্বাচন ঘিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ হাজার হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার কথাও কূটনীতিকদের জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠায় এই সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের জন্য সংগ্রাম করছে। বর্তমান সংকট সমাধানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

ইফতারের আগে বিএনপি মহাসচিব কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি ইফতারে অংশ নেওয়া কূটনীতিকদের শুভেচ্ছা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া পেশাজীবীদের মধ্যে অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক শহীদুজ্জামান, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক আসিফ নজরুল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সাবেক ব্যাংকার বখতিয়ার নাসের, সাবেক সাংসদ গোলাম মওলা রনি উপস্থিত ছিলেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন