ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মুমিনুলের লড়াই সত্ত্বেও বড় হার বাংলাদেশের

IMG
25 March 2024, 2:40 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে যে বাংলাদেশ হারবে, তা অনুমান করা গিয়েছিল তৃতীয় দিন শেষেই। ৫১১ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে হার মেনেছে তারা। মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ না দাঁড়ালে বড় ব্যবধানে বাংলাদেশ হারতে পারতো প্রথম সেশনেই।

সোমবার (২৫ মার্চ) লঙ্কানদের বিপক্ষে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। শুধু রানের হিসাবে টেস্টে এটা তাদের যৌথভাবে ষষ্ঠ বড় হার। প্রথম ইনিংসে লঙ্কানদের ২৮০ রানের প্রতিউত্তরে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারী দল করে ৪১৮ রান। বাংলাদেশ জবাবে অলআউট হয়েছে ১৮২ রানে। মুমিনুল অপরাজিত থাকেন ৮৭ রানে।

তৃতীয় দিন ৭ রান নিয়ে মাঠ ছেড়েছিলেন মুমিনুল। তাইজুল অপরাজিত ছিলেন ৬ রানে, চতুর্থ দিন সেখানে থেকেই আউট হন তিনি। এরপর মিরাজকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল। মিরাজ আউট হন ৫০ বলে ৩৩ রান করে। নিশ্চিত হার জেনে ধীর স্থির এক ইনিংস খেলেন মুমিনুল। ১১৫ বলে পূর্ণ করেন অর্ধশত রান।

যেসব বল ডিফেন্স করার দরকার ছিল, সেসব ডিফেন্সই করছিলেন মুমিনুল। কখনও কখনও মারছিলেন সপাটে। ব্যাটিংয়ে তাকে ভুগতে দেখা গেছে কমই। অথচ আগের দিন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত আউট হন অত্যন্ত দৃষ্টিকটুভাবে।

মুমিনুলকে শরিফুল ইসলাম কিছুক্ষণ সঙ্গ দিয়ে করেন ১২ রান। তবে তার মতো সঙ্গ দিতে পারেননি খালেদ আহমেদ ও নাহিদ রানারা। না হলে হয়তো সেঞ্চুরিই তুলে নিতে পারতেন মুমিনুল। ১৪৮ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছয় হাঁকান টেস্ট স্পেশালিস্ট। লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন কাসুন রাজিথা। বিশ্ব ফার্নান্দো ৩ ও লাহিরু কুমারা পান ২ উইকেট।

এ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ১০২ ও দ্বিতীয় ইনিংসে ১০৮ করে ম্যাচ সেরা হয়েছেন সিলভা। এই টেস্টে প্রাপ্তির খাতা খুঁজতে গেলে বাংলাদেশ কেবল একটি জিনিসই পেতে পারে- নাহিদ রানা। ঘণ্টায় অনবরত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম তিনি। গতির ঝড় তুলে এ টেস্টের দুই ইনিংস মিলিয়ে এই পেসার নিয়েছেন ৫ উইকেট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন