ঢাকা      শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পিছিয়ে পড়েও আর্জেন্টিনার দুর্দান্ত জয়

IMG
27 March 2024, 11:29 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো তারা। চার মিনিটের ব্যবধানে আনহেল দি মারিয়া আর আলেক্সিস ম্যাক আলিস্টারের দুই গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকে বদলি নামা লাউতারো মার্টিনেজ।

ক্যালিফোর্নিয়ার ফিল্ড দ্য মেমোরিয়াল কলোসিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ফিফা প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল জিতেছে ৩-১ গোলে।

এদিন খেলার ৩৪ মিনিটে মানফ্রেড উগালদের গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ৫২ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোলে দলকে সমতায় ফেরান দি মারিয়া। ৫৬ মিনিটে আলিস্টারের গোলের পর প্রভাব বিস্তার আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায় ৭৭ মিনিটে লাউতারোর গোলে।

ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে ছিল। যেখানে প্রথমার্ধের ৩৪তম মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড ইউগ্লেড।

বিরতির পর দ্রুতই ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তবে চোটের কারণে লিওনেল মেসির অনুপস্থিতিতে ফ্রি কিকটা আনহেল দি মারিয়া নিয়েছেন। সেখানেই কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাসের বাঁ পাশ দিয়ে নিখুঁত গোল!

চার মিনিট পার দ্বিতীয় গোলের দেখা পায় আলবিসেলেস্তারা। ৫৬তম মিনিটে ‘ট্রিপল হেড’ থেকে এই গোল পেয়েছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির হেড পান নিকোলাস তালিয়াফিকো। তার হেড কোস্টারিকার পোস্টে লেগে ফিরে এলেও ফিরতি বলে হেড করে গোল করেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।

এদিকে কোস্টারিকার জালে আর্জেন্টিনার শেষ গোলটি করেন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। ৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোল করেন ইন্টার মিলান তারকা। ১৬ ম্যাচ পর জাতীয় দলের হয়ে গোল করলেন তিনি।

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। এর আগে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্কালোনির দল।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন