ঢাকা      সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

অ্যালিসা হিলিকে সালাম দেওয়া শেখালেন নিগার সুলতানা জ্যোতি

IMG
30 March 2024, 9:40 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলিকে সালাম দেওয়া শেখালেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামীকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু'দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ মিরপুরে ট্রফি হাতে ফটো সেশন করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি।

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় অ্যালিসা হিলি ও নিগার সুলতানা জ্যোতি বেশ মজা করেন। এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান নিগার সুলতানা জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসসালামু আলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে অ্যালিসা হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে বলেন, ‘আসালা মুআলাইকুম’।

হিলির সালাম শুনে বেশ খুশি হন নিগার সুলতানা জ্যোতি ও মাইক্রোফোন হাতে দু'জনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক কী কারণে ‘আসসালামু আলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলমারা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্ট চিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন।

এসময় ঢাকাই জামদানি শাড়ি উপহার হিসেবে অ্যালিসা হিলির হাতে তুলে দেন নিগার সুলতানা জ্যোতি। অ্যালিসার হাতে লাল-সবুজ রংয়ের চুড়িও পরিয়ে দেন তিনি। তাঁর আপ্যায়নে ছিল মিষ্টি ও ফুচকার আয়োজনও।

এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। আগামীকাল শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন