ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

আইপিএল থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল

IMG
30 March 2024, 10:15 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আইপিএলের শেষ আর বিশ্বকাপের শুরু, মাঝে এক সপ্তাহও সময় থাকবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে এবারের আইপিএল যে বড় ভূমিকা রাখবে, সেটা একপ্রকার নিশ্চিত। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো শিরোপাপ্রত্যাশী সব দল আইপিএলের দিকেই তাই রাখছে বাড়তি নজর।

আর ভারত তো সরাসরিই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের দল গঠন হবে আইপিএলের অবস্থা যাচাই করে। শর্টার ফরম্যাটের বিশ্বকাপে কারা সুযোগ পাবেন তা নিয়ে পর্যালচনা করা হবে এই দুই মাসের পারফর্ম্যান্সের ভিত্তিতে। এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের দল ঘোষণা হতে পারে। আইসিসি-র কাছে দল পাঠানোর শেষ তারিখ ১ মে। তার আগেই ঘোষণা করা হবে দল। তবে ২৫ মে পর্যন্ত দলে বদল করা যাবে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে মিলেছে এমন খবর। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা সময় ভারতের দল নির্বাচন হবে। আইপিএলের প্রথমার্ধ অবশ্য ততদিনে শেষ হয়ে যাবে। যারা দলের জন্য বিবেচনায় রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।'

বোর্ডের সেই কর্মকর্তার সূত্রে খবর, আগামী ১৯ মে আইপিএলের লিগ পর্ব শেষ হওয়ার পরে বেশ কিছু ক্রিকেটার নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে। যাদের দল কোয়ালিফায়ারে উঠতে ব্যর্থ হবে তারাই আগে আমেরিকায় যাবে। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেটাই হয়েছিল।

বিশ্বকাপের দলে সম্ভাব্য হিসাবে যারা রয়েছেন, তাদের অবশ্য কোনো নির্দেশ দেয়া হয়নি বোর্ড। যদিও কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ যদি চোট পায়, তা হলে তাকে এনসিএ-তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন