ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

'ম্যাচ ফিক্সিং করে ৪০০ পার করতে চাইছে বিজেপি': রাহুল গান্ধী

IMG
31 March 2024, 10:42 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ম্যাচ ফিক্সিং ছাড়া ৪০০ পার সম্ভব নয়। লোকসভা নির্বাচনে ৪০০ পার করতে আগে থেকেই আম্পায়ার কিনে রেখেছেন নরেন্দ্র মোদি। রোববার ইন্ডিয়া জোটের সমাবেশে ঠিক এভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন দিল্লির রামলীলা ময়দানে 'লোকতন্ত্র বাঁচাও' সমাবেশের ডাক দেওয়া হয়েছিল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয়েছিলেন বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্ব।

সমাবেশে ভাষণ রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়া এবং প্রেসকে চাপ না দিলে ১৮০ টির বেশি আসন জেতার ক্ষমতা নেই বিজেপির। ক্রিকেটে যখন খেলোয়াড়দের টাকা দেওয়া হয়, আম্পায়ারদের চাপ দেওয়া হয়, অধিনায়কদের ম্যাচ জেতার জন্য বা হারার জন্য হুমকি দেওয়া হয়, সেটাকে বলে ম্যাচ ফিক্সিং। লোকসভা নির্বাচনের ম্যাচের আগে আম্পায়ারদের কিনে নিয়েছেন মোদি। আমাদের দলের খেলোয়াড়দের ম্যাচের আগে গ্রেপ্তার করানো হয়েছে।"

সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, "বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেস সব থেকে বড়। নির্বাচনের মাঝে আমাদের সব ব্যাংক আক্যাউন্ট বন্ধ করে দেওয়া হলো। প্রচার চালানো, রাজ্যে কর্মী পাঠানো এই সবের মধ্যে নির্বাচনের আগে আক্যাউন্ট বন্ধ করিয়েছে বিজেপি। এটা নির্বাচন?" দেশবাসীর কাছে তিনি অনুরোধ জানান, সর্বশক্তি দিয়ে ভোট দিতে। তিনি আরও বলেন, বিজেপি জিতলে দেশ ধ্বংস হয়ে যাবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন