ঢাকা      বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
শিরোনাম

১৫ এপ্রিল পর্যন্ত তিহার জেলে কেজরিওয়াল

IMG
01 April 2024, 1:39 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তদন্ত সংস্থার হেফাজত শেষ হওয়ার পর আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে কেজরিওয়ালের। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা আর আম আদমি পার্টির সুপ্রিমোকে নিজেদের হেফাজতে চায়নি। তারপরই আদালত তাঁকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

গত ২১ মার্চ গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে, তাঁকে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ৯ বার তলব করেছিল। প্রতিবার হাজিরা এড়িয়ে যান তিনি। ২১ মার্চ তাঁর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।

কেজরিওয়াল ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেপ্তার হয়েছেন। ইডি হেফাজত থেকেই তিনি সরকার চালাচ্ছেন। সূত্রের খবর, ইডি হেফাজত থেকে তিহার জেলে যাওয়ার আগে আদালত
স্ত্রী সুনীতা এবং দিল্লির মন্ত্রী অতিশীর সঙ্গে তাঁর সাক্ষাতের সুযোগ দিয়েছিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন