ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ঈদ উপলক্ষে ডিএমপি ট্রাফিকের একগুচ্ছ নির্দেশনা

IMG
04 April 2024, 11:41 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদ-উল ফিতরে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিক বিভাগের সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা শোনান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।

নির্দেশনাগুলো হলো—
১. টার্মিনালের ভেতর থেকে বাসে যাত্রী ওঠা-নামার কাজ করতে হবে। কোনো অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় যাত্রী-নামানোর কাজ করানো যাবে না ।

২. গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করবে না। বিশেষ করে ছাদে কোনো যাত্রী নিয়ে গমন করা যাবে না।

৩. দূরপাল্লার গণপরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী ওঠা-নামার কাজ করবে না। এক্ষেত্রে গেইটলক পদ্ধতি অবলম্বন করা। এ নির্দেশনা মহানগরীর ভেতরে মেনে চলা আবশ্যক।

৪. যাত্রার শুরুতে যাত্রীদের নিজ নিজ মালামাল স্বযত্নে নিরাপদে রাখতে হবে।

৫. যাত্রাকালে অপরিচিত কোনো ব্যক্তি হতে খাদ্য গ্রহণ না করা।

৬. মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের অবশ্যই যাত্রাকালীন সময়ে হেলমেট পরিধান করতে হবে।

৭. ঝুঁকি পরিহার করার জন্য মোটরসাইকেল যাত্রীদের অতিরিক্ত মালামাল বহন না করা।

৮. দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী ওঠানো যাবে না।

৯. যারা নিজ গাড়িযোগে অথবা মোটরসাইকেল যোগে ঢাকা হতে দূরপাল্লার যাত্রায় অংশীদার হবেন তারা নিজ নিজ মালিকানাধীন যানবাহনের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করবেন।

১০. যাত্রাকালে নিজ নিজ ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই যানবাহনে সুরক্ষিত থাকতে হবে।

১১. গণপরিবহনের ক্ষেত্রেও ফিটনেসের বিষয়টি মালিক/শ্রমিক পক্ষ নিশ্চিত করবেন এবং যানবাহনে তা অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

১২. খালি ট্রাক/পিকআপে যাত্রী পরিবহন করা যাবে না।

১৩. যানবাহনের চালক যেন অপ্রাপ্তবয়স্ক এবং অসুস্থ না থাকে।

১৪. ঘুমন্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না।

১৫. শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ছুটি হলে লাখ লাখ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানো যাবে না।

১৬. যানবাহনের গ্যাস সিলিন্ডার মেয়াদোত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ যেন না থাকে সেটি নিশ্চিত হওয়া।

১৭. বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে না দাঁড়ানো। টার্মিনালের ভেতরে অবস্থান করা।

১৮. লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ স্বচেষ্ট থাকবে।

১৯. শপিং মল-মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য চালকদের মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলা।

২০. রাস্তা পারাপারের ফুটওভারব্রিজ/জেব্রা ক্রসিং ব্যবহার করা। ক্ষেত্র বিশেষে ট্রাফিক নির্দেশনাবলী মেনে চলা।

নির্দেশনায় জানানো হয়, ঢাকা মহনগরীর প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহন চলাচলে সুষ্ঠু রাখতে পার্শ্ববর্তী সব পুলিশ ইউনিটের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হবে।

রমজান এবং ঈদকে ঘিরে ট্রাফিক বিভাগ জনগণের সেবায় স্বচেষ্ট থাকবে জানিয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন