ঢাকা      রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মহাখালী বাস টার্মিনালে ১৪ এপ্রিল পর্যন্ত অভিযান চালাবে বিআরটিএ

IMG
06 April 2024, 6:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ভিজিলেন্স টিম বা মনিটরিং টিম গঠন করা হয়েছে। বিআরটিএ, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন এবং পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে এই টিম গঠন করা হয়েছে।

সড়কপথের বাস যাত্রীদের থেকে সরকার অনুমোদিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি/আদায় না করা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী মালামাল বহন না করার বিষয়টি নিশ্চিত করতে এ টিম কাজ করছে।

এজন্য ৪ এপ্রিল সকাল ৯টা থেকে আগামী ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত বিআরটিএর ভিজিলেন্স টিমের কার্যক্রম চলমান থাকবে।

চলমান ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শনে আসেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ারসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা।

এসময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বাস টার্মিনালের মালিক সমিতির নেতৃবৃন্দ ও কর্মচারীদের নিয়ে বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং বাস টার্মিনালে আগত যাত্রীদের সাথে কথা বলেন।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন