ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

‘কংগ্রেসের ইশতেহারে মুসলিম লীগের ছাপ’, মোদির দাবিতে কীসের ইঙ্গিত?

IMG
07 April 2024, 5:22 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভোটের আগে বড় কৌশলী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কংগ্রেস ও মুসলিম লীগকে এক পংক্তিতে বসাতে মরিয়া বিজেপি। তিনি দাবি করেছেন যে, ভারতের সবচেয়ে পুরনো দলের নির্বাচনী ইশতেহার স্বাধীনতা আন্দোলনের সময়ে মুসলিম লীগের চিন্তাভাবনার প্রতিফলন।

শনিবার সাহারানপুরে এক নির্বাচনী জনসভায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসের সঙ্গে অনেক বড় ব্যক্তিত্ব যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর নাম কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। আজ কংগ্রেসের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের না দেশের স্বার্থে নীতি আছে, না দেশের উন্নয়নের জন্য দৃষ্টিভঙ্গি।’ সম্প্রতি প্রকাশ করা হয়েছে কংগ্রেসের ইশতেহার। যাকে কেন্দ্র করেই এ দিন মোদি হাত শিবিরকে নিশানা করেন। তাঁর কথায়, ‘যে ধরণের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে আজকের কংগ্রেস আজকের ভারতের আশা-আকাঙ্খা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’ তার দাবি, দেশজুড়ে কংগ্রেসকে দূরেও কোথাও দেখা যাচ্ছে না।

উত্তর প্রদেশের মাটিতে দাঁড়িয়ে এ দিন নরেন্দ্র মোদি সমাজবাদী পার্টিকেও কটাক্ষ করেছেন। সমাজবাদী পার্টি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক ও উত্তর প্রদেশে কংগ্রেসের নির্বাচনী অংশীদার। মোদির কথায়, ‘উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির অবস্থা এমন যে- এখানে প্রতি ঘণ্টায় তাদের প্রার্থী পরিবর্তন করতে হয়, যেখানে কংগ্রেসের অবস্থা আরও অদ্ভুত। কংগ্রেস প্রার্থীই পাচ্ছে না। এমনকি যে আসনগুলিকে কংগ্রেস তার শক্ত ঘাঁটি হিসাবে বিবেচনা করেছিল, সেখানে প্রার্থী দেওয়ার সাহস জোগাড় করতে পারে না’। স্পষ্টতই তিনি আমেথি এবং রায়বেরেলিকে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে উল্লেখ করেছেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘বিরোধীদের ইন্ডিয়া জোট এখন অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার অপর নাম। এ কারণেই আজ তাদের একটি কথাও দেশ গুরুত্ব সহকারে নিচ্ছে না।’ কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নাম উচ্চারণ না করে তাচ্ছিল্য করে নরেন্দ্র মোদি বলেন, ‘আপনাদের মনে থাকতে পারে এখানে উত্তর প্রদেশে দু’জনকে নিয়ে নির্মিত ছবিটি গতবার ফ্লপ হয়েছিল। দুই ছেলের ছবি এই মানুষগুলোই আবার রিলিজ করেছে। আমি বুঝতে পারছি না এই ইন্ডি জোটের সদস্যরা কতোবার কাঠের পাত্রটি জ্বালিয়ে দেবে?’

কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। উত্তর প্রদেশের আটটি সংসদীয় আসনে লোকসভা নির্বাচনে হবে প্রথম পর্ব ১৯ এপ্রিল। কেন্দ্রগুলি হলো সাহারানপুর, কাইরানা, মুজাফফরনগর, বিজনোর, নাগিনা, মোরাদাবাদ, রামপুর এবং পিলভিট। ভোট গণনা হবে ৪ জুন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন