ঢাকা      বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যুবলীগ নেতা জেম হত্যা: এমপি পদ থেকে পদত্যাগের হুমকি ওদুদের

IMG
08 April 2024, 1:19 AM

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: ১০ কার্যদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলার চার্জশিট না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এমনকি বিচার না পেলে এমপি পদ থেকে পদত্যাগের হুমকিও দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

রোববার (৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের কল্যাণপুরে খাইরুল আলম জেম হত্যার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন। নিহত খাইরুল আলম জেম শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন, গত বছরের ২৭ রমজানে ইফতারের পূর্ব-মুহূর্তে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা জেমকে। এক বছর পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দেয়া হচ্ছে না। ১০ কার্যদিবসের মধ্যে জেম হত্যা মামলার চার্জশিট না দিলে মানববন্ধন, সড়ক অবরোধ ও অনশনের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।’

এমপি ওদুদ আরও বলেন, ‘আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকার পরও জেম হত্যা মামলা নিয়ে পুলিশ কোনোরকম পাঁয়তারা করলে তা মেনে নেয়া হবে না। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে আবেদন করবো। তারপরও বিচার না পেলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘যুবলীগ নেতা খাইরুল আলম জেম বেঁচে থাকা অবস্থায় তাকে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে যারা নির্মমভাবে রোজা অবস্থায় হত্যা করেছে, সেইসব সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। হত্যা মামলা নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে ঈদের পরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

গত বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের উদয়ন মোড়ে ইফতারের বাজার করার সময় যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের তিন দিন পর ২২ এপ্রিল জেমের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় ৪৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন