ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
শিরোনাম

নৌপথে চাপ আছে, ভোগান্তি নেই: খালিদ মাহমুদ চৌধুরী

IMG
09 April 2024, 2:30 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌপথে চাপ থাকলেও কোনো ভোগান্তি নেই। মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাবো। কারণ মাল্টিমডাল কানেকটিভিটির (বহুমুখী সংযোগ) কথা ১৯৯৬ সালে তিনিই প্রথম বলেছিলেন। বাংলাদেশে তিনি এই বহুমুখী যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন যে পরিমাণ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সবচেয়ে বড় কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মা সেতু। একটি পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।'

নৌপথে ভোগান্তি নিয়ে জানতে চাইলে তিনি বলেন,
এটাকে ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মধুচৌধুরী ঘাঁটে আজকের চিত্রের কথা বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। যাদের ভোগান্তির কথা বলছেন, তাদের জিজ্ঞাসা করলে বলবেন, এটিই ঈদের আনন্দ। এখন কোনটা আমি ধরবো বলেন?

নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সক্ষমতা অনুযায়ী যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিছু ত্রুটিবিচ্যুতি থাকতেই পারি। কারণ আমরা মানব কাঠামোর উন্নয়নে এখনো ওই জায়গায় যেতে পারিনি।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন