ঢাকা      মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গুলির ঘটনায় আতঙ্কে গ্যালাক্সি ছাড়ছেন সালমান? মুখ খুললেন সেলিম

IMG
15 April 2024, 6:19 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রবিবার ভোর। মুম্বাই শহরজুড়ে ছুটির মেজাজ। কাকডাকা ভোরে আচমকা গুলির শব্দে ঘুম ভেঙেছে বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর প্রতিবেশীদের। বাইকে চেপে দু'জন সন্দেহভাজন দু-তিন রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

বেলা গড়াতেই বিষ্ণোই গ্যাংয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় সালমানের উদ্দেশ্যে হুমকি পোস্ট করা হয়। এ ঘটনায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলিউড ভাইজানকে ফোন করে খোঁজ খবরও নিয়েছেন। গুলি চলার ঘটনায় সালমান আপাতত কোন প্রতিক্রিয়া দেননি। তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন ভাইজানের বাবা সেলিম খান।

সিএনএন নিউজ ১৮-এ গ্যালাক্সির বাইরে গুলির ঘটনায় ৮৮ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা সেলিম খান বলেন, 'এটা প্রচারে আসার কায়দা। পারলিসিটি স্টান্ট। নতুন করে তো কিছু খোলাসা করার নেই। যাঁরা গ্যালাক্সির বাইরে গুলি চালিয়েছে, তাঁরা প্রচারের আলোয় আসতে চেয়েছে। চিন্তার কোন কারণ নেই। খান পরিবার এই ঘটনায় কোনভাবে আহত হয়নি'।

সেলিম খান কিন্তু এই ঘটনায় বিন্দুমাত্র আতঙ্কিত নন। বরং রবিবার সকালেও নিজের রুটিনের অন্যথা করেননি তিনি। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সালমানের কাছের বন্ধু রাহুল কুনালও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারে কারও কোন ক্ষতি হয়নি।

মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত করছে। উল্লেখ্য, আরবাজ খান নতুন বউ সুরহাকে নিয়ে গ্যালাক্সিতে এসেছেন। সালমানের বাড়িতে এসেছেন সোহেল খানও। এছাড়াও বাবা সিদ্দিকীও দেখা করে গেছেন সালমানের সঙ্গে। গ্যালাক্সির বাইরে গুলি চলার ঘটনায় এবার বাড়ি ছেড়ে সুরক্ষিত কোন জায়গায় নতুন ঠিকানায় যাবেন সালমান খান?

জোর গুঞ্জন চলছে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে। টিনসেল টাউনের কানাঘুষো, এই ঘটনায় সালমান ও সেলিম খান দু'জনই চিন্তিত। যদিও তাঁরা সেটা বর্হিপ্রকাশ করতে চাইছেন না। বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পোস্টের পর সত্যিই গ্যালাক্সি ছেড়ে বাবা সেলিম খানকে নিয়ে নতুন ঠিকানায় সালমান যান কিনা সেটাই দেখার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন