ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

ইউক্রেনের ৫০টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

IMG
21 April 2024, 12:07 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আটটি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী ৫০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরোদ অঞ্চলেই ২৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বেলগরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাব গ্লাদকভ বলেছেন, তার অঞ্চলের একটি বাড়িতে ড্রোন হামলায় আগুন ধরে গেলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের একেবারে কাছাকাছি এলাকার একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি সুখোই এসইউ-২৯ যুদ্ধবিমানও গুলি করে নামিয়েছে।

রাশিয়া এমন সময় ইউক্রেনের হামলা প্রতিহত করলো, যখন ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন