ঢাকা      শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত

IMG
22 April 2024, 9:47 PM

বান্দরবান, বাংলাদেশ গ্লোবাল: পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেএনএফের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃবাহিনী জন-সংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ, রুমায় মসজিদে ও থানচি বাজারে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফের) রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সাঁড়াশি অভিযানে চালাচ্ছে সেনাবাহিনী, র‌্যাব, আর্মড পুলিশসহ যৌথ বাহিনী।

জেলার রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান পরিচালনার সময় রুমা মুনলাইপাড়া এলাকায় কেএনএফের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এতে কেএনএফের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে কেএনএফের সশস্ত্র একজন সদস্যের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম।

এদিকে সাঁড়াশি অভিযান এবং কেএনএফের সশস্ত্র হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায়। কেএনএফ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয়দের ব্যবহার করে বিভিন্ন ধরনের হামলার গুজব ছড়াচ্ছে। এতে করে সরকারি স্থাপনা, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পগুলোসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি জানান, সাঁড়াশি অভিযানে কেএনএফের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে গত কয়েক দিনে। রুমা সদর ইউনিয়ন ও পাইন্দু ইউনিয়নের সীমান্তবর্তী সানাইক্র পাড়া, হ্যাপীহিল পাড়া, বাসতালাং পাড়া, পলিপ্রাংসা এলাকাগুলোতে গোলাগুলির শব্দ শোনা গেছে। অপরদিকে রাঙামাটির বড়থলি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান তারা।

বাংলাদেশ গ্লোবাল/এমএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন