ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
শিরোনাম

পাক সেনাবাহিনী প্রধানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক

IMG
23 April 2024, 10:15 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ইরান এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হলে দুই প্রতিবেশীসহ বৃহত্তর পরিসরে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বাড়বে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর-এর বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে জানানো হয়, সোমবার রাতে পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং পাক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইয়্যেদ আসিম মুনির রাজধানী ইসলামাবাদে বৈঠক করেন। ওই বৈঠকে পাক সেনাপ্রধান দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ বিশেষ করে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তার ওপর প্রাথমিকভাবে গুরুত্ব আরোপ করা হয়। ইরানের প্রেসিডেন্ট এবং পাক সেনাপ্রধান দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।

পাক সেনাপ্রধান ইরান-পাকিস্তান সীমান্তকে ‘শান্তি ও বন্ধুত্বের সীমান্ত’ বলে উল্লেখ করেন। এ সময় তিনি সীমান্তে সন্ত্রাসীদের তৎপরতা প্রতিরোধ এবং দুই দেশের মধ্যে এ বিষয়ে সমন্বয় জোরদারের কথা বলেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরান ও পাকিস্তান দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে জনগণের জন্য শান্তি এবং স্থিতিশীলতা আনতে পারে। এর পাশাপাশি এই সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন