ঢাকা      রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

গাজায় ইসরাইলের রিজার্ভ ব্রিগেড মোতায়েন

IMG
25 April 2024, 1:56 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, গাজা ভূখণ্ডে তারা দু'টি রিজার্ভ ব্রিগেড ডিভিশন মোতায়েন করছে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আগ্রাসনের প্রস্তুতি শুরু করেছে তারা। সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, ব্রিগেডগুলি "প্রতিরক্ষামূলক এবং কৌশলগত মিশন" পরিচালনা করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হামাসকে নির্মূল করার লক্ষ্য অর্জনে রাফায় অভিযান জরুরী বলে জানিয়েছেন ইসরাইলি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যরা স্থল আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, রাফায় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে এই আক্রমণ। ইসরাইলের আদেশে অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেয়ায় এবং লড়াইয়ের জায়গা থেকে পালিয়ে গাজার অর্ধেকেরও বেশি জনসংখ্যা এখানে আশ্রয় নিয়েছে।

ইসরাইলি যুদ্ধবিমানগুলো গত একদিনে গাজার ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতেও ইসরাইল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে।

ইসরাইলি হিসাব অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে তাদের প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়। হামাসের হাতে এখনও প্রায় ১০০ জন বন্দি এবং ৩০ জনের দেহাবশেষ রয়েছে।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামাসকে নির্মূল করার অভিযানে নামার পর থেকে ইসরাইলের আক্রমণে কমপক্ষে ৩৪ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭ হাজারেরও বেশি আহত হয়েছে। নিহতদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন